শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘বন্ধু’র কাছে এয়ার ইন্ডিয়া বেঁচে দিল মোদি সরকার

টাটাকে টার্গেট করে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

টাটা এমন একটা নাম যা প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসে। সম্প্রতি টাটার এয়ার ইন্ডিয়া কেনার পর থেকে টাটা চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার গ্রুপ সব জায়গায় চর্চার বিষয় হয়ে উঠেছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীরা এক গুরুতর অভিযোগ তুলে আসছে। অভিযোগ এই যে, কেন্দ্র সরকার আদানি-আম্বানিদের হাতে দেশের বড় বড় পরিষেবা তুলে দিচ্ছে।
কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের সুবিধা না দেখে আদানি-আম্বানির মতো বড় বড় কোম্পানির সুযোগ সুবিধা দেখছে বলে অভিযোগ করে আসছে কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলো। তবে এতদিন বিরোধী দলগুলোর মুখে শুধুমাত্র আদানি-আম্বানি নাম শোনা গেলেও এবার এ তালিকায় নতুন সংযোজন এসেছে।
এখন কংগ্রেস অভিযোগ তুলেছে, আদানি-আম্বানির সাথে সাথে টাটা গ্রুপকেও মোদি সরকার দেশের পরিষেবা হস্তান্তর করছে। আসলে রতন টাটার কোম্পানি এয়ার ইন্ডিয়াকে সরকারের কাছ থেকে কিনে নিয়েছে, যে কারণে বিরোধী দলগুলো এখন টাটাকে টার্গেট করতে শুরু করেছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, মোদি সরকার নিজের বন্ধুদের ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া বেঁচে দিল। বেনারসের এক সভা থেকে মোদি সরকারের উপর আক্রমণ করে এ মন্তব্য করেন কংগ্রেস নেত্রী।
প্রসঙ্গত, দি ইয়ার ইন্ডিয়া একসময় টাটা গ্রুপের ছিল। পরবর্তীকালে কংগ্রেস সরকার তা টাটা থেকে ছিনিয়ে নেয়। আর এখন পুনরায় রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ ঋণে ডুবে থাকা এয়ার ইন্ডিয়াকে কিনে ইতিহাস গড়েছে। সূত্র : ইন্ডিয়া র‌্যাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Monotosh Modak ১২ অক্টোবর, ২০২১, ১২:৫৮ এএম says : 0
আরে এয়ার ইন্ডিয়াতো টাটারই ছিল। তোমার সরকার টাটা থেকে কেড়ে নিয়েছিল। আবার টাটা ফেরত পেয়েছেন। তাতে তোমার ফাটছে কেন?
Total Reply(0)
Subrata Mitra ১২ অক্টোবর, ২০২১, ১২:৫৯ এএম says : 0
ইতালির কাউকে বিক্রিকরলে ভাল হত বুঝি ।
Total Reply(0)
Nripen Mondal ১২ অক্টোবর, ২০২১, ১২:৫৯ এএম says : 0
যোগ্য ব্যক্তির কাছেই আবার এয়ার ইন্ডিয়া ফিরে এসেছে। আমার মতে রেল যদি টাটা নেয় তবে রেলের ও হাল ফিরবে । বুলেট ট্রেনেও আমারা দ্রুত সহজেই সবাই চলতে পারব। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে রতন টাটা কে দেখতে চাই।
Total Reply(0)
Ramkrishna Kole ১২ অক্টোবর, ২০২১, ১২:৫৯ এএম says : 0
দেশের সব শিল্প পতি অশিক্ষিত মোদীর বন্ধু ।
Total Reply(0)
Sandipan Choudhuri ১২ অক্টোবর, ২০২১, ১:০০ এএম says : 0
কেউ ছিনতাই করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকিটা বুঝে নেবেন।
Total Reply(0)
Sabbir Zaman ১২ অক্টোবর, ২০২১, ১০:১৬ এএম says : 0
ভারতের কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের সুবিধা না দেখে আদানি-আম্বানির মতো বড় বড় কোম্পানির সুযোগ সুবিধা দেখছে
Total Reply(0)
জুয়েল ১২ অক্টোবর, ২০২১, ১০:১৮ এএম says : 0
এতে সেবার মান আরও ভালো হবে
Total Reply(0)
aakash ১২ অক্টোবর, ২০২১, ১১:১৫ এএম says : 0
Tata Group was the founder of Air India .... so where is the issue?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন