শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

লোডশেডিং থেকে পরিত্রাণ চাই

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয়। তারপরও ঢাকাসহ দেশের বিভিন্ন শহর, মফস্বল এলাকায় দেখা যায় লোডশেডিং। সবথেকে বেশি লোডশেডিং হচ্ছে কেরানীগঞ্জে শুভাঢ্যা, কালিগঞ্জ, জিনজিরা সহ দেশের আরও বিভিন্ন এলাকায়। লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত গরমে এই এলাকার লোকজনদের খুবই কষ্ট ভোগ করতে হচ্ছে। এই লোডশেডিংয়ের কারণে অনেক দরিদ্র পরিবারের লোকজন বাসা বাড়িতে ঠিকমতো আলো জ্বালাতে পারছে না। এই ডিজিটাল যুগে এসেও এখানকার শিক্ষার্থীদের পড়াশোনা করতে হচ্ছে প্রাচীন যুগের সেই মোম বাতি, হেরিকেন জ্বালিয়ে। কেরানীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটা শহর, এরপরও এই কেরানীগঞ্জেই হচ্ছে লোডশেডিং। এই লোডশেডিংয়ের জন্য এই এলাকায় দেওয়া হচ্ছে জেনারেটর, যা শুধু উচ্চবিত্ত পরিবারের লোকজনই ভোগ করতে পারে, মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের লোকজন অর্থের অভাবে এই সিস্টেম থেকে বঞ্চিত। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার লোকজন যেন লোডশেডিং থেকে মুক্তি পায়।
সোহেল ইসলাম জাফর
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন