শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক রিয়েলিটি শো’র বিচারক অমিত হাসান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ফেস অব এশিয়া’র বাছাই পার্ব। বাংলাদেশ পর্বের নাম দেয়া হয়েছে ‘ফেস অব বাংলাদেশ’। এতে বিচারকের ভূমিকায় থাকছেন নায়ক অমিত হাসান। তিনিও ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখ প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্রে এসেছিলেন। এখন বিচারকের আসনে বসেছেন। অমিত হাসান জানান, আমি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল পর্ব পর্যন্ত বিচারকের ভূমিকায় কাজ করব। ফাইনাল পর্বে বাংলাদেশকে প্রতিনিধত্ব করবে মোট ছয়জন। শীর্ষ এই ছয়জন ছেলে মেয়েই আগামীতে নির্ধারিত হওয়া তারিখে অংশগ্রহন করবে ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায়। অমিত হাসান বলেন, ‘এর আগে একটি অনলাইন প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছিলাম। তবে এবারই প্রথম কোন আন্তর্জাতিক রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছি। আমাদের দেশের ছেলে-মেয়েরা সত্যিই অনেক মেধাবী। বিচারকের ভূমিকায় কাজ করতে গিয়ে অনেক সময়ই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে, কাকে ছেড়ে কাকে রাখবো। তারপরও একটি নির্দিষ্ট নিয়মে আমাদের ছয় জনকে বাছাই করতে হবে। আমাদের বিশ^াস আমরা যোগ্য সেই ছয় জনকেই বিচার করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো। আশা করছি ফেস অব এশিয়া’তে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল হবে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি হবে। অমিত হাসান জানান, ফেস অব এশিয়া’তে এশিয়ার প্রায় সবগুলো দেশই অংশগ্রহণ করছে। বাংলাদেশ পর্বের অনুষ্ঠানগুলো প্রচার হবে এটিএন বাংলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন