বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বজুড়ে মৃত্যুদন্ড বাতিলে প্রচারণা চালাবে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বিশ্বজুড়ে মৃত্যুদন্ডের বিরুদ্ধে প্রচারণা চালাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সম্প্রতি তিনি এ ঘোষণা দিয়েছেন। এ জন্য রাজধানী প্যারিসে একটি কনফারেন্স আয়োজন করা হবে। এখনও বিশ্বের যেসব দেশে মৃত্যুদন্ড দেয়ার নিয়ম রয়েছে সেসব দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা ওই কনফারেন্সে উপস্থিত থাকবেন। ২০২২ সালের প্রথম অংশেই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পাবে। এরপরই সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে এই প্রচারণা শুরু করবে ফ্রান্স। এছাড়া, বিশ্বের রাষ্ট্রগুলোকে তাদের মৃত্যুদন্ডের রায় ও কার্যকরের সংখ্যা প্রকাশে বাধ্য করতে জাতিসংঘেও যাওয়ার ঘোষণা দিয়েছেন ম্যাখোঁ। বিশ্বের উন্নত দেশগুলোতে এরইমধ্যে মৃত্যুদ- বাতিল করে দেয়া হচ্ছে। মৃত্যুদন্ড বাতিলে বিশ্বের দেশগুলোর মধ্যে ফ্রান্স ছিল ৩৫তম। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন