মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতায় পূজায় ঘিরে জয়ার যত পরিকল্পনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১০:৫৬ এএম

কলকাতায় দুর্গাপূজার সময়টা থাকে সবচেয়ে বেশি জমজমাট। উৎসবের আমেজ পাওয়া যায় সবখানে। এই উপলক্ষে তারকামহলে মেলে কয়েক দিনের ফুরসত। কাজকে ছুটি দিয়ে তারকারাও মাতেন উৎসবের আনন্দে। কাজের সূত্রে নিয়মিত কলকাতায় যাওয়া-আসা করতে হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এবার পূজায় কলকাতায় কাটাবেন জয়া আহসান। কলকাতার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার পূজায় তার পরিকল্পনার কথা।

সম্প্রতি কলকাতার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছেন, ‘কলকাতা আমার প্রাণের শহর। ভালবাসার শহর। পূজায় সেই চেনা শহর যেন একটু অচেনা হয়ে যায়। কোনও প্রিয় মানুষ আচমকা সেজে উঠলে যেমন অবাক লাগে, শারদ-কলকাতাও যেন তা-ই। চার দিকে কত আলো, মাইকে অনবরত গান, পথঘাট ছেয়ে থাকা ছাতিমের মিষ্টি গন্ধ। রাতারাতি আরও সুন্দরী কলকাতা। অনেকগুলো পুজোই এখানে কাটিয়েছি। এ বারও আমি কলকাতায়। পূজোর চারটে দিন নিজের মতো করে কাটাব।’

তিনি আরো বলেন, ‘আমার পূজা মানেই বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা, হাসাহাসি। পূজায় বেশ কিছু বন্ধুর বাড়ি যাওয়ার দাওয়াত ইতোমধ্যেই পেয়েছি। তাই কোথায় আড্ডা দেব, তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু পেটপুজো ছাড়া আবার আড্ডা হয় নাকি। আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়াদাওয়ায় কোনও রকম কমতি নেই। যখন যা ইচ্ছে, তাই খেয়ে নেই। পূজাতেও ভালমন্দ খাবার চাই-ই চাই! যে দিন যে বন্ধুর বাড়িতে ভালমন্দ রান্নাবান্না হবে, সে দিন সেখানেই গিয়ে হাজির হবো। তবে দিনভর যা-ই খাই, যতই খাই, শেষ পাতে মিষ্টি লাগবেই আমার।’

পূজায় সাজের পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, 'খাওয়া আর আড্ডা তো হলো। এ বার আসি সাজের কথায়। উৎসবের দিনগুলোয় শাড়িই আমার প্রিয় সাজ। কিন্তু ইচ্ছে হলে অন্যান্য পোশাকও পরি। সাজগোজ করব, টইটই ঘুরব শহরের এদিক-সেদিক। মন ভরে দেখে নেব কলকাতাকে।'

উল্লেখ্য, গত আগস্টে মুক্তি পেয়েছে জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’। সেই থেকে কলকাতাতেই অবস্থান করছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন