শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা কারো প্রাণ কেড়ে নেয়নি আজও সিলেটে, শনাক্ত ৯

হাসপাতালে ভর্তি রোগী মাত্র ২৩ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:৫১ পিএম

করোনায় কারো প্রাণ কেড়ে নেয়নি আজও সিলেটে। আরেকটি মৃত্যুহীন দিন পার করলো সিলেটবাসী। গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্তও কমেছে। শনাক্তের সংখ্যা মাত্র ৯ জন। অপরদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা ২৩ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত প্রতিবেদন তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মৃত্যু নেই করোনায়। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছে হবিগঞ্জের। টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর গত রোববার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একজন মারা গিয়েছিলেন সিলেটে। এরপর গত আটচল্লিশ ঘন্টা ধরে মৃত্যুহীন সিলেট। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট ৪ জন, ৫ জন রয়েছেন মৌলভীবাজারে। কোনো রোগী শনাক্ত হননি সুনামগঞ্জ ও হবিগঞ্জে। ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা তাদের। শনাক্তের হার ১ দশমিক ০১। সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭২৮ জন বিভাগে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৩১ জনসহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭১২ জন। সুনামগঞ্জের ৬২৪৩ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও ৬৬৪২ জন রয়েছেন হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫৪১ জন। সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে ২৩ জন করোনা রোগী বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাড়ে তিনশ শয্যার করোনা ইউনিটে ভর্তি থাকা পজিটিভ রোগী মাত্র ৪ জন। এ ইউনিটের আইসিইউতে ভর্তি নেই কোনো রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন