বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ প্রত্যাখান করলেন সিলেটের জাওয়াদ ও মুহিব, ফেসবুকে স্ট্যাটাস

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৬:০৫ পিএম

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ প্রত্যাখান করলেন জাওয়াদ ইবনে জাহিদ খান। আজ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে এই পদ প্রত্যাখান করেন তিনি। জাওয়াদ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন তিনি। এর আগে একইভাবে আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেন্দ্রিয় সদস্য পদ প্রত্যাখান করেছেন মুহিবুর রহমান মুহিব। এদিকে, আজ দুপুরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদ। কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য অনুমোদন দেন সিলেট জেলা ্ও ছাত্রলীগের ঘোষিত কমিটি। ।একই সাথে কেন্দ্রীয় সদস্য হিসেবে ৬ জনের নাম উল্লেখ করা হয়। কেন্দ্রীয় সদস্য করা হয় জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়কে। এই কমিটি ঘোষণার পরই কেন্দ্রীয় সদস্য পদ প্রত্যাখান করে স্ট্যাটাস দেন জাওয়াদ ইবনে জাহিদ খান। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘প্রিয় সতীর্থ, সহযোদ্ধা, শুভাকাঙ্খি। সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত করা হয়েছে। আমি উক্ত সদস্য পদ প্রত্যাখান করলাম। রাজনীতিতে যখন অপরাজনীতি শক্তিশালী হয়ে যায় তখন আমার মতো কর্মীর কাছে প্রত্যাখান করা ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। প্রিয় সহযোদ্ধারা, দেখা হবে রাজপথে...।’ এছাড়া অপর একটি পোস্ট দিয়ে পদ প্রত্যাখান করে স্ট্যাটাস দেন মুহিবুর রহমান মুহিব। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য করায় আমি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি এই বিশাল পদের যোগ্য নই। তাই আমি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নিলাম।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন