বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ঈগল রেল

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় ঈগল রেল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত শহীদুল ইসলাম জানান, শিকাগো-ভিত্তিক কনটেইনার লজিস্টিক কোম্পানি ঈগল রেল চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়। এই বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলাদেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক খাতে মার্কিন এফডিআই বাড়বে।

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে ঈগল রেলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ভিঞ্চকির সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ঈগল রেল কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে কনটেইনার হ্যান্ডলিং নিয়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি যে প্রযুক্তি ব্যবহার করে থাকে, সেটার মাধ্যমে কেবল কারের মতো ওপর দিয়ে কনটেইনার সরানো হয়ে থাকে। এই প্রযুক্তি ব্যবহার করলে চট্টগ্রাম বন্দর কনটেইনার জট থেকে মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন