শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি : নেপথ্যে জ্বালানি তেলের প্রভাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। সঙ্গে প্রতিযোগিতা করে দেশে বাড়ছে সকল প্রকার নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা জানান, আমদানিনির্ভর পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে বাড়ছে এসব পণ্যের দাম। জ্বালানি তেলের দাম না কমলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা খুবই কম। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।

জানা গেছে, লাফিয়ে লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে এখন প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮০ ডলারে এসে ঠেকেছে। জ্বালানি তেলের এই দাম গত সাত বছরের মধ্যে বিশ্ববাজারে এখন সর্বোচ্চ। ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম ৭৫ ডলারে ওঠে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত এক মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১৭ শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হান্টিং অয়েলের দাম বেড়েছে ১৭ শতাংশের ওপরে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা চাল বাজারে উঠতে শুরু করায় উচ্চমূল্যেই স্থির হয়ে আছে সকল প্রকার চালের দাম। তবে বেড়েছে ভোজ্যতেলের দাম। একই সাথে বেড়েছে আটা-ময়দার দামও। চিনির দাম আকাশ ছুঁয়েছে। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীদের নির্ধারণ করা দামেই বিক্রি হচ্ছে চিনি। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্যের মূল্য বৃদ্ধির কারণ আন্তর্জাতিক বাজার। আমদানিনির্ভর এসব পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়লে এর প্রভাব এখানকার বাজারে বাড়বেই। এর ওপর যুক্ত হয়েছে পরিবহন খরচ। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে বিদেশে সর্বত্রই পরিবহন খরচ, বিশেষ করে জাহাজ ও ট্রাক ভাড়া বেড়েছে। যা পণ্যের মূল্যে প্রভাব ফেলেছে। এদিকে শুধু আমদানিনির্ভর পণ্যই নয়, বাজারে এখন সব ধরণের পণ্যের দামই চড়া। তরিতরকারি থেকে শুরু করে শাক-সবজি সবকিছুরই দাম বেড়েছে। শীতের নতুন সবজির বাজার শুরুতে গরমই থাকে। এর সাথে বাজারের বাড়তি উত্তাপ যুক্ত হয়েছে। সীম, ফুলকপি, মূলা, গাজর, টমেটো, কাঁচা মরিচ গত কয়েক সপ্তাহ ধরেই সাধারণ ক্রেতার নাগালের বাইরে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও শীতের সবজির দাম আকাশছোঁয়া কেন তার কোনো সদুত্তর মেলেনি। তবে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সব কিছুই দাম বাড়তি বলেই এসবেরও দাম বাড়তির দিকে। ক্রেতাদের অভিযোগ, দেশে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে এমনটা হতো না। যাত্রাবাড়ী এলাকার সবজি বিক্রেতা সবুজ জানান, এক মাস আগে সীমের কেজি ১২০ টাকা ছিল। শীতের আবহে এই দাম কমার কথা। কিন্তু কমেনি। বরং বাড়ছে। আরেক সবজি বিক্রেতা সুজন বলেন, পাইকারি বাজারে গেলে প্রতিদিনই নতুন করে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। এতে করে আমরা খুচরা বিক্রেতারা প্রতিদিনই হোঁচট খাচ্ছি। কিন্তু করার কিছু নেই। বেশি দামে কিনে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। ক্রেতাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে।

এ বিষয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ হারভেস্ট করেছে সেই এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত পেঁয়াজ থাকে না। পেঁয়াজ চাষিরা সব বিক্রি করে দেন। পেঁয়াজ পচনশীল ও মজুদ রাখার তেমন কোনও ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী ১৫ থেকে ২০ দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব তো কেউ আটকে রাখতে পারবে না। এর প্রভাব তো পড়বেই। তবে নিত্যপণ্যের দাম অবশ্যই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
হাবীব ১৩ অক্টোবর, ২০২১, ২:৫০ এএম says : 0
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
Total Reply(0)
রকিবুল ইসলাম ১৩ অক্টোবর, ২০২১, ৪:০০ এএম says : 0
নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে, তা কমার কোনো লক্ষণ নেই।
Total Reply(0)
জহির ১৩ অক্টোবর, ২০২১, ৪:০০ এএম says : 0
বেকারত্ব ও দারিদ্র্য যেমন বেড়েছে, তেমনি বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। আয় কমা ও ব্যয় বাড়ার এ ফাঁদে পড়ে নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের জীবনে।
Total Reply(0)
সঞ্জয় ১৩ অক্টোবর, ২০২১, ৪:০১ এএম says : 0
অতি মুনাফাখোরদের নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে সীমিত আয়ের মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
Total Reply(0)
Md Ibrahim ১৩ অক্টোবর, ২০২১, ৪:০৩ এএম says : 0
আর আমাদের এখানে প্রতিযোগীতা হয় মূল্যউদ্ধগতিতে যা অনেকটা গলায় চাকু ধরার মত মধ্য ও নিম্নবিত্ত পরিবারের জন্য
Total Reply(0)
লিয়াকত আলী ১৩ অক্টোবর, ২০২১, ৪:০৩ এএম says : 0
কারণ না খুঁজে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের পথ খুঁজুন
Total Reply(0)
Monirul Islam ১৩ অক্টোবর, ২০২১, ৪:০৪ এএম says : 0
আর বাংলাদেশে চলছে মূল্য বাড়ানোর প্রতিযোগিতা, এবার বুঝুন দেশ এগোচ্ছে না পিছাচ্ছে, আপনারাই বলুন কোন উন্নয়নের শিখরে ধাবমান আমরা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন