বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোনালদোর হ্যাটট্রিকের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৯:২৯ এএম

বিশ্বকাপ বাছাইয়ে আজ লুক্সেমবার্গের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০ বার হ্যাটট্রিক করার অনন্য নজির গড়েছেন তিনি। সব মিলিয়ে এখন ১৮২ ম্যাচ খেলে রোনালদোর গোল সংখ্যা ১১৫টি। রোনালদো এখন পর্তুগালের হয়ে একটি গোল করলেও সেটি সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড হয়ে যায়।

এ ম্যাচে জয় তুলে নিয়ে পর্তুগাল ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'তে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে। সাত ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে প্রথমস্থানে সার্বিয়া। এখন সার্বিয়া তাদের শেষ ম্যাচটিতে যাই করুক না কেন। পর্তুগাল তাদের শেষ দুটি ম্যাচে জয় তুলে নিলেই সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়ে যাবে। তবে কাকতালীয়ভাবে এখন সার্বিয়া তাদের শেষ ম্যাচটি খেলবে পর্তুগালের বিপক্ষে। আবার পর্তুগালও তাদের শেষ ম্যাচটি খেলবে সার্বিয়ার বিপক্ষে। ফলে এ ম্যাচটি হতে পারে বিশ্বকাপের আগে আরেক বিশ্বকাপের ফাইনাল। সার্বিয়ার বিপক্ষে খেলার আগে পর্তুগাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এদিকে ম্যাচটিতে মাত্র ৮ মিনিটের সময় বার্নার্ডো সিলভাকে ফাউল করা হলে পেনাল্টি পায় পর্তুগাল। রোনালদো প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। যদিও রিপ্লেতে দেখা যায় সিলভাকে লুক্সেমবার্গের সেবাস্টিয়ান থিল ডি বক্সের বাইরে ফাউল করেন। দ্বিতীয় গোলটিও পেনাল্টি থেকে করেন ১৩ মিনিটের সময়। তখন রোনালোকেই ফাউল করে বসেন লুক্সেমবার্গের গোলরক্ষক। ম্যাচের ১৮ মিনিটে ব্রূনো ফার্নান্দেজ ব্যবধান ৩-০ করে ফেলেন। দলের হয়ে চতুর্থ গোলটি করেন পালিনহা। আর ৮৭ মিনিটে রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন