বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম : পেসার হাসান আলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৯:৫৪ এএম

পাকিস্তানের তারকা পেসার হাসান আলি বলেছেন, পাকিস্তান বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানান হাসান আলি। পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১১৩ ম্যাচে অংশ নিয়ে ২০৪ উইকেট শিকার করা হাসান আলি বলেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি ভারসাম্যপূর্ণ। আমাদের এই দল বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।

তবে ফল আমাদের হাতে নেই যে, ট্রফি নিয়ে বাসায় ফিরব। তবে আমরা নিশ্চিত করতে পারি যে, আমরা প্রতিটি খেলায় লড়াই করব। আমাদের সেরাটা উজাড় করে দেব। ২৭ বছর বয়সি এ ডানহাতি পেসার আরও বলেন, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের প্রথম দুই ম্যাচ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আমাদের আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ম্যাচ দুটি হালকাভাবেও নিতে পারব না। আমরা জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চাই।

তিনি বলেন, খেলায় চাপ আছে, থাকবে। আমরা সবাই পেশাদার এবং জানি কীভাবে এটি মোকাবিলা করতে হয়। তিনি আরও বলেন, আমি আমার দলের পেস আক্রমণের নেতৃত্ব দিতে চাই এবং অনুকরণীয় পারফরম্যান্স করতে চাই। সংযুক্ত আরব আমিরাতের উইকেট সবসময় ধীরগতির। এখানে খুব কমই ম্যাচে ২০০ রানের ইনিংস হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shahin Iqbal ১৪ অক্টোবর, ২০২১, ৭:৩২ এএম says : 0
ইনশাআল্লাহ পাকিস্তান ভালো খেললে ভারতকে পরাজিত করবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন