বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাতিয়া ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৬:২২ পিএম

হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে ৩ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড সদস্যরা।

আটককৃত দালালরা হলো, ভাসানচর আশ্রায়ন কেন্দ্রের ৪৮ নং ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯) ও গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)।

বুধবার দুপুর ১২টা ১০মিনিটের দিকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮নং ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, আটককৃত দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিলো বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন