শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৭:১৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ করেন। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে আগুন দিয়ে এ জাল ধ্বংস করা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের,

উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সবুজ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদী চরখাদিমপুর ঘাটে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন