বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ভার্চুয়াল কারেন্সি কেনাবেচায় প্রতারণা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

অনুমোদনহীন ও নিষিদ্ধ ভার্চুয়াল-কারেন্সি, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন বেটিং (জুয়া), অবৈধ পণ্য কেনাবেচা ও প্রতারণার অভিযোগে বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল দুপুরে রাজধানী ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল আইডি কার্ডের পেপারশিট, কম্পিউটার, প্রিন্টার, ট্যাব, ল্যাপটপ, মডেমসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বিভিন্ন ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের অপব্যবহার করে সাধারাণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন