মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রেলে পানের দাগ মুছতে খরচ ১২ শ কোটি খরচ!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১০:১৯ এএম

১২’শ কোটি টাকা খরচ করেও ট্রেনের ভেতর বা স্টেশনে পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে পারেনি ভারতীয় রেল কর্তৃপক্ষ। এত চেষ্টা ও কোটি টাকা করচ করেও কিন্তু লাভের লাভ খুব একটা কিছু হয়নি।
আর সেজন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পান বা গুটখার পিক ফেলা ঠেকাতে এবার পিক ফেলার জন্য ‘ইজিস্পিট’ নামে ছোট ছোট প্যাকেট বা পিকদানি বিতরণ করার কথা ভাবছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
বলা হচ্ছে, পরিবেশবান্ধব এই পিকদানি সহজেই বহন করা যাবে, ব্যবহারও করা যাবে ১৫ থেকে ২০ বার। শুরুতে ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় পাওয়া যাবে পিকদানিগুলো। কয়েকটি স্টেশনে এরইমধ্যে এর ব্যবহার শুরুও হয়েছে। জানা যাচ্ছে, পিকদানিগুলো ব্যবহার করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে সহায়তা করবে। ফলে এগুলোকে যেকোনো জায়গায় ফেলে দিলে কোনো অসুবিধা নেই।
পান, গুটকার পিক বা থুতুর কারণে ভারতীয় রেলের প্রতি বছর লাখ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয়। ট্রেনের বগি, মেঝে বা দেওয়ালে লেগে থাকা পিক বা থুতুর দাগ তুলতেও নষ্ট হয় প্রচুর পানি। এ জন্যই বহুদিন ধরে এ সমস্যা সমাধানের একটা উপায় খোঁজা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Shaker Ahmed ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫০ এএম says : 0
মুছা হয়েছে তো নাকি! না হলে পুনরায় বাজেট করতে হবে
Total Reply(0)
Sayed Salauddin ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫২ এএম says : 0
সিসি ক্যামেরা দেখে জরিমানার ব্যবস্থা করতে পারেন না? সমাধানের জন্য জনগণ টাকা নষ্ট করেন কেন?
Total Reply(0)
Robiul Alom ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫২ এএম says : 0
নতুন রেল ষ্টেশন তৈরি কারা যাবে এই বাজেটের টাকা নিয়ে
Total Reply(0)
Rafiqul Hasani ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫৩ এএম says : 0
বিমানবন্দর , রেল স্টেশন, নৌ বন্দর এর সীমানায় পান, জর্দা ,বিড়ি,সিগারেটের মত ক্ষতিকর জিনিস ক্রয় বিক্রয় সরকারী ভাবে নিষিদ্ধ করার দাবি জানান সবাই ।
Total Reply(0)
Haider Ali Mollah ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে তো দাগ-ই ভালো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন