বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

একসাথে কাজ করতে চায় আইসিএমএ-উরি ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৩২ পিএম

ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং উরি ব্যাংক এর মধ্যকার সমঝোতা স্মারক বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ইন্সটিটিউট-এর কার্যালয়ে স্বাক্ষরিত হয়। আইসিএমএবি-এর সেক্রেটারি কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং উরি ব্যাংক এর কান্ট্রি ম্যানেজার জনাব ডং হিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় উরি ব্যাংক হতে আইসিএমএবি’র সদস্যগণ লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

আইসিএমএবি-এর সহ-সভাপতি জনাব মোঃ মুনিরুল ইসলাম এফসিএমএ, কাউন্সিল সদস্য ও প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মো: আব্দুল আজিজ এফসিএমএ ও জনাব মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, উরি ব্যাংকের ডেপুটি কান্ট্রি ম্যানেজার জনাব নিয়াজ উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবি-এর সাবেক সভাপতি এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন