শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশুদ্ধ পানি ব্যবহারের লক্ষ্যে দেশে গভীর নলকূপ স্থাপন করছে সরকার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৭:১৫ পিএম

সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিরাপদ পানি মানুষকে সুস্থ ভাবে বাঁচতে সহযোগিতা করে। তাইতো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি ব্যবহারের লক্ষ্যে দেশের প্রতিটি এলাকায় গভীর নলকূপ স্থাপন করছেন। ফলে দেশের জনগণ সুপ্রিয় পানি পান ও ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন পানিবাহিত রোগ থেকে রক্ষা পাচ্ছেন। সিলেট-৩ নির্বাচনী এলাকায় সরকারের এই কার্যক্রম চলমান রয়েছে। আমার নির্বাচনী এলাকার জনগণ যাতে সহজেই বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারে সে ব্যাপারে আমি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি।

তিনি নাগরিকবৃন্দের উদ্দেশ্যে বলেন, গভীর নলকূপ স্থাপন বিষয়ে সরকারি ফি ব্যতিত অন্য কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। যদি কেউ টাকা দাবী করে, বিষয়টি প্রমাণ সহ আমাকে জানালে, তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকল ১৬ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন আহমদ, বদরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আক্তার, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসফাকুর রহমান চৌধুরী। পরে এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন