শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সড়কে ঝরল ৯ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট নামক স্থানে গতকাল দুপুরে দাড়িয়ে থাকা পাথর ভোজাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসের ধাক্কা লাগে। এ সময় বাসের পেছনের অংশ ধুমরে মুচরে যায় এবং বাসে থাকা পেছনের যাত্রীদের অধিকাংশই মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহতদেরকে ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন শেরপর জেলার নকলা থানার হাট পাগলা গ্রামের চানু মিয়ার ছেলে ফজলুল হক (৩২), ফজলুল হকের স্ত্রী ফাতেমা বেগম (২৫), ফজলুল হকের মেয়ে আজমিনা (৮), ফজলুল হকের ছেলে আব্দুল্লাহ (৬), একই থানার গণপদ্দী দক্ষিণ গ্রামের গাজী মিয়ার ছেলে মিরাজ মিয়া (৩৫), গইরা ফুলপুর গ্রামের নজরুল ইসলাম (৫০), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হেলেনা (৪০)। আহত ১৫ জনের মধ্যে গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে দ্রুতগামী একটি হাইস গাড়ির ধাক্কায় একরামুল হক সেলিম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকার মৃত মুজিবুল হকের ছেলে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. শরফুদ্দীন।

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছন্দা রাণী (৩৮) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা ছন্দা উপজেলা ঝলমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও চকর্দুলভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমল কুমার সরকারের স্ত্রী।

ছন্দার স্বামী অমল কুমার সরকার জানান, গত বুধবার পুঠিয়া উপজেলা সদরের ভাড়া বাসা থেকে সকাল সাড়ে ৮টায় মোটরসাইকেল যোগে পূজার উদ্দেশ্যে গ্রামের বাড়ি ধোপাপাড়ায় যাচ্ছিলেন। সেসময় তাদের সঙ্গে মোটরসাইকেলে দুই মেয়ে ছিলো। পুঠিয়া-তাহেরপুর সড়কের গোবিন্দনগর কালভার্ট পার হওয়ার পর মোটরসাইকেলের পেছনে থাকা ছন্দা রাণী সড়কের উপর আছড়ে পড়ে মাথায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করনে। এসময় রামেক হাসপাতালে চিকিৎসক আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। আইসিইউতে বেড খালি না থাকায় তাকে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিডিএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকাল ৬টা ১৮ মিনিটে ছন্দা রাণী মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন