শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গত দুই বিশ্বকাপের প্রথম ম্যাচে কি করেছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:২১ পিএম

আজ রাতে ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আগের ছয়টি বিশ্বকাপের সবগুলোতে খেলেছে টাইগাররা।

সব মিলিয়ে ছয়টি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে।

এবার বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করছে বাছাইপর্বের মাধ্যমে। নিজেদের প্রথম ম্যাচ আজ টাইগাররা মোকাবেলা করবে স্কটল্যান্ডের।

এ নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ২০১৪ সালে নিজ ঘরের মাঠে প্রথম, ২০১৬ সালে ভারতে দ্বিতীয়বারের মতো মুশফিক-মাহমুদউল্লাহদের খেলতে হয় বাছাইয়ের ম্যাচ।

২০১৪ সালে বাংলাদেশ বাছাইয়ের প্রথম ম্যাচে খেলে আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচেই জয় পায় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে হারায় নেপালকে। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় খর্ব শক্তির দল হংকংয়ের বিপক্ষে।

এরপর ২০১৬ সালে বাছাইয়ে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মোকাবেলা করে লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার ডাচদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচ খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ওমানকে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয়। সেই ম্যাচটিতে একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল সেঞ্চুরি করেন।

এবারো বাংলাদেশ বাছাইয়ে তাদের যাত্রাটা শুরু করবে জয় দিয়েই। এমন প্রত্যাশা থাকবে সবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন