বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ প্রার্থীকে হত্যা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিনগত রাত ১২টার এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ৩নং চিৎমরম ইউনিয়ন আ.লীগ সভাপতি ছিলেন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি নৌকার প্রার্থী ছিলেন। কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, সম্প্রতি চিৎমরম আ.লীগ দু’জন নেতাকে হত্যার পর হতে নেথোয়াই চিৎমরম রেস্টহাউজে থাকতেন। গত শনিবার দুপুরে মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনের সাথে দেখা করতে এলাকায় গিয়েছিলেন। রাত ১২টার দিকে নোথোয়াই নিজবাড়ি আগারপাড়া গেলে ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘরের দরজা ভেঙে তাকে গুলি করে হত্যা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন