শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে আশ্রয় পেলেন সর্বশেষ আফগান ইহুদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৩৮ পিএম

আফগানিস্তানে থাকা সর্বশেষ ইহুদি বাসিন্দা দেশটি ছেড়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন। জেবুলুন সিমানতভ নামের এই ব্যক্তিকে তুরস্ক ভিসা দেয়ার পর রোববার তিনি ইস্তাম্বুলে পৌঁছেছেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছেন সিমানতভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলের আশকেনজাই রাব্বি (ইহুদি ধর্মীয় নেতা) মেনদি ছিত্রিক।
জেবুলুন সিমানতভ তাকে ভিসা ও অন্য সহায়তা দেয়ার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান।
৬২ বছর বয়সী সিমানতভ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানী কাবুলেই বসবাস করতেন।
আফগানিস্তানে দীর্ঘদিনের চলমান যুদ্ধে দেশটিতে বাস করা ইহুদি জনগোষ্ঠী অন্য দেশে অভিবাসন করে। এমনকি সিমানতভের পরিবার-পরিজনও আফগানিস্তান ছেড়ে চলে যায়। কিন্তু সিমানতভ এতদিন একাই দেশটিতে রয়ে গিয়েছিলেন। সূত্র : ডেইলি সাবাহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন