শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

গ্রামপাঙ্গাসী থেকে শ্রীদাসগাঁতী রাস্তা চাই

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া থেকে শ্রীদাসগাঁতী মাত্র এক কিলোমিটার দূরত্ব। কিন্তু এই দূরত্বটাই পারি দিতে হয় ধান ক্ষেতের আইল দিয়ে। প্রতিদিন শত শত মানুষ দুর্ভোগ পোহায় এই পথে চলাচল করে। বিশেষ করে, বর্ষাকালে ৪ থেকে ৫ মাস পানির নিচে ডুবে থাকে দু’ গ্রামের অধিবাসীদের একমাত্র চলার পথটি। এই রাস্তা দিয়ে শিশুরা-কিশোররা কষ্ট করে মসজিদ,স্কুল, মাদরাসায় যায় প্রতিদিন। এই নিচু আইল দিয়ে শত শত শিখ্যার্থীসহ সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। কিন্তু বর্ষা মৌসুমের ৪-৫ মাস অত্র গ্রামপাঙ্গাসী চাঁনপাড়ার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ চলাচল করতে পারে না। এমতাবস্থায় গ্রামপাঙ্গাসী থেকে শ্রীদাসগাঁতী পর্যন্ত নিচু আইল উঁচু করাসহ রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া, বোয়ালিয়ারচর, সিরাজগঞ্জ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন