বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রবার্ট ওপেনহাইমারের ভূমিকায় কিলিয়ান মার্ফি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

হলিউডের প্রথম সারির পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে আবার দল বাঁধছেন অভিনেতা কিলিয়ান মার্ফি, চলচ্চিত্রের নাম ‘ওপেনহাইমার’। এই ফিল্মটি দিয়ে তিনি তার পুরনো স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সে ফিরবেন। ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৩-এর ২১ জুলাই। মার্ফি উপরোল্লিখিত ফিল্মে মার্কিন পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের (ইনসেট) ভূমিকায় অভিনয় করবেন। ওপেনহাইমার লস ।আলামোস ল্যাবরেটরির প্রধান ছিলেন এবং ম্যানহাটান প্রজেক্টে জড়িত ছিলেন, এই প্রকল্পের নেতৃত্ব দিয়ে তিনি ‘পারমানবিক বোমার জনক’ উপাধি লাভ করেন। নোলান আর মার্ফি এর আগে ‘ব্যাটম্যান বিগিন্স’, ‘ইনসেপশন’ এবং ‘ডানকার্ক’ ফিল্মগুলোতে একসঙ্গে কাজ করেছেন। নতুন ফিল্মের কাহিনী চিত্রনাট্য নোলানের, তার স্ত্রী এমা থমাস প্রযোজনা করবেন অ্যাটলাস এন্টারটেইনমেন্টের চার্লস রোভেনের সঙ্গে। ২০২২ সালে ‘ওপেনহাইমার’ আইম্যাক্স ৬৫ মিমি এবং ৬৫ মিমি লার্জ ফরম্যাটে চিত্রায়ন শুরু হবে। নোলান এরই মধ্যে সিনেমাটোগ্রাফার টিম গঠন করে ফেলেছেন।‘ওপেনহাইমার’ নির্মিত হবে ২০০৫-এর পুলিতজার জয়ী বই অ্যামেরিকান প্রমিথিউস : দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অফ জে রবার্ট ওপেনহাইমার’ (লেখক- কাই বার্ড এবং মার্টিন জে শেরউইন) অবলম্বনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন