শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্সকে আদালতের মুখোমুখি করার দাবি

নৃশংসতা ও রক্তপাতের অজুহাত হয় না : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

অবশেষে আলজেরিয়ার গণহত্যার অপরাধ স্বীকার করলো ফ্রান্স। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ১৯৬১ সালে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিলো। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়। উল্লেখ্য, ১৯৬১ সালের ১৭ অক্টোবর রাতে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)’র ২৫ হাজার বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো হয়। এ ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট। যদিও তার দেশ দীর্ঘদিন ধরে এই ঘটনা অস্বীকার করে আসছে। অবশেষে দায় করে নিলেন মাক্রোঁ। তবে ঠিক কতজনকে হত্যা করা হয়েছিলো তা কখনোই বলা হয়নি। অপরদিকে, উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঔপনিবেশিক অপরাধ সংঘটনের দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি উঠেছে। রবিবার মুভমেন্ট ফর দ্য সোসাইটি অ্যান্ড পিস নামের একটি রাজনৈতিক দল এই দাবি জানিয়েছে। দলটি বলছে, ১৩২ বছর আগে ঔপনিবেশিক শাসনামলে ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে তার বিচার হওয়া দরকার। ১৯৬১ সালের ১৭ অক্টোবর তিন শতাধিক শান্তিপূর্ণ আলজেরিয়ান বিক্ষোভকারীকে হত্যা করে ফরাসি পুলিশ। হত্যার পর অনেকের লাশ সাইন নদীতে ফেলে দেওয়া হয়। বর্বরোচিত ওই হত্যাকান্ডের ৬০তম বার্ষিকীতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফ্রান্সকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুভমেন্ট ফর দ্য সোসাইটি অ্যান্ড পিস। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে মামলার প্রয়োজন রয়েছে। এর আগে গত রবিবার টেলিভিশনে স¤প্রচারিত এক সাক্ষাৎকারে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবউনে বলেন, ‘ফ্রান্স ১৩২ বছর ধরে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল। ওই সময়ে তারা যে জঘন্য অপরাধ করেছে সুন্দর কথামালা দিয়ে সেটি মুছে ফেলা সম্ভব নয়। এমন পরিবার ও উপজাতি রয়েছে যাদের শিকড় পুরোপুরি মুছে ফেলা হয়েছে। কেচাওয়াতে তারা চার হাজার মুসল্লিকে হত্যা করেছে।’এএফপি, আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন