শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫ হাজারের বেশি কারাবন্দী আন্দোলনকারীকে মুক্তি দেবে মিয়ানমার: মিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১১:১৩ পিএম

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। : রয়টার্স


মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কারণে গ্রেপ্তারদের মধ্যে পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। আজ সোমবার দেশটির জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এমন ঘোষণা দেন। -এএফপির

মিন অং হ্লাইং বলেন, চলতি মাসের শেষের দিকে মোট ৫ হাজার ৬৩৬ জন আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হবে। আসন্ন আসিয়ানের শীর্ষ সম্মেলনে তাঁর অংশগ্রহণের নিষেধাজ্ঞার পরপরই এমন ঘোষণা দিলেন মিন অং হ্লাইং। তবে মুক্তি পেতে যাওয়া ব্যক্তিদের তালিকায় কারা থাকছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাননি জান্তাপ্রধান। এ বিষয়ে জানতে চাইলে এএফপির কাছে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের কারা কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এর পর থেকে দেশটিতে শুরু হয় সামরিক সরকারবিরোধী বিক্ষোভ। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ভিন্নমতের ওপর হামলা-সংঘাতের জেরে ১ হাজার ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া আট হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষণকারী দল। দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে মিয়ানমারে ৭ হাজার ৩০০ জনের বেশি মানুষ কারাবন্দী।

এর আগে গত জুলাইয়ে মিয়ানমারজুড়ে দুই হাজারের বেশি অভ্যুত্থানবিরোধী আন্দোলনকারীকে মুক্তি দেয় দেশটির সরকার। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিকেরাও। তবে এখনো মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার ছাড়া পাননি। তাঁকে গত ২৪ মে থেকে বন্দী করে রাখা হয়েছে। ২৬ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শীর্ষ সম্মেলনকে সামনে রেখে গত শুক্রবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চ্যুয়ালি বৈঠক করেন। বৈঠকে বলা হয়, আসিয়ানের সম্মেলনে মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন