মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাপনের কথায় ক্ষেপেছেন ডমিঙ্গো, বললেন খেলোয়াড়রা রোবট নয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৯:৩৭ এএম

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এ নিয়ে গতকাল নিজের ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দলের সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করেছেন। বলেছেন সিনিয়রা দায়িত্ব নিয়ে খেলেননি। এই সেই, শত শত অভিযোগ করেন তিনি।

পাপন দলের পারফরমেন্স ও সিনিয়রদের নিয়ে তীর্যক ভাষায় সমালোচনা করার কয়েক ঘন্টা পর কথা বলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে কথা বলতে এসে পাপনের উপর উল্টো ক্ষোভ ঝেড়েছেন তিনি। আরো বলেছেন খেলোয়াড়রা রোবট না, তারা রক্ত মাংসে গড়া মানুষ। ফলে ভুল হতেই পারে।

এ ব্যপারে ডমিঙ্গে বলেন, 'সভাপতির (পাপনের) বিষয়ে কথা বলতে আমি এখানে আসিনি। সকলেরই তাদের মতামত জানানোর অধিকার আছে। কিন্তু আমি খেলোয়াড়দের কোন সমালোচনা করছি না। তাদের উপর আমার পুরো আস্থা আছে। মাঠের বাইরে কি এ নিয়ে এখন আমার চিন্তা নেই। আমার পুরোপুরি মনোযোগ এখন ওমানের বিপক্ষে ম্যাচটি নিয়ে, কিভাবে সেখানে শতভাগ দিতে পারি।'

'যদি কোন শটে চার হয় তাহলে সেটি ভালো শট, আউট হলে তারা বলো এটি খারাপ শট, এটাই টি-টোয়েন্টির চরিত্র। খেলোয়াড়দের নিজেদের মতো খেলার স্বাধীনতা, মাঠি গিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিতে হবে। তারা তো আর রোবট না, তারাও মানুষ। ভুল হতেই পারে। কিন্তু এ ভুলগুলো থেকে শিখতে হবে আমাদের।'

'আপনি কখনো বলতে পারেন না দলের খারাপ ফলাফলের জন্য সিনিয়র খেলোয়াড়রা দায়ী। তারা বিশ্বমানের খেলোয়াড়। তারাও হয়তো জানে নিজেদের চিরচেনা রূপে খেলতে পারছে না। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওদের সক্ষমতা নিয়ে কোন কিছু বলার নেই আমার।'

এদিকে গতকাল সন্ধায় সংবাদমাধ্যমকে নাজমুল দলের পারফরমেন্স।নিয়ে বলেন, ‘হার–জিত নিয়ে আমি মোটেও ভাবছি না। এটা হতেই পারে। যেকোনো দল হারতে পারে, আবার জিততেও পারে। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেট তো খুবই অনিশ্চিত। কিন্তু যে জিনিস আমাকে অবাক করেছে, সেটি হচ্ছে দলের ক্রিকেটারদের খেলার ধরন। কিছুই ঠিক ছিল না।’

সিনিয়রদের ব্যাপারে বিসিবি বস বলেন, 'প্রথম ৬ ওভারের সুবিধা কাজে লাগাতে হয়। কিন্তু ২ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয়, আমরা ম্যাচটা সেখানেই হেরে গেছি। ১৪১ রান তাড়া করার মতো ব্যাটিং তারা করেনি। তারা তো জানত ওভাবে খেললে আমরা জিততে পারব না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
তানভির ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫০ পিএম says : 0
ডমিংগো টিম কে নষ্ট করে দিবে
Total Reply(0)
Mubin Khan ১৯ অক্টোবর, ২০২১, ১:০৬ পিএম says : 0
জনাব আপনার দিন শেষ হয়ে আসছে। শীঘ্রই নতুন কোচ আনা হবে।
Total Reply(0)
Md Milon Mirza ১৯ অক্টোবর, ২০২১, ১:০৮ পিএম says : 0
সালাউদ্দিনের বিদেশি ভার্সন হলো এই ডমিঙ্গো।
Total Reply(0)
S M Shamim Ahmed ১৯ অক্টোবর, ২০২১, ১:০৯ পিএম says : 0
........ তোর জন্যে দলটার আজ এই অবস্থা।
Total Reply(0)
জব্বার ১৯ অক্টোবর, ২০২১, ১:১০ পিএম says : 0
ওনাকে বাদ দিয়ে দেশি কোচ নেয়া হোক
Total Reply(0)
Nishat ১৯ অক্টোবর, ২০২১, ৪:৫৯ পিএম says : 0
Domigo is not abel to be couch of Bangladesh cricket team... He is a untalented man...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন