শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে প্রদর্শন শুরু জি বাংলা ও স্টার জলসা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১১:০০ এএম

কয়েকদিন বন্ধ থাকার পর আবারও প্রদর্শন শুরু হয়েছে ভারতীয় টিভি চ্যালেন। বিশেষ করে জি বাংলা ও স্টার জলসা।

বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার সঙ্গে সঙ্গে জি বাংলা ও স্টার জলসার মত জনপ্রিয় বাংলা চ্যানেলগুলি দেখানো বন্ধ হয়েছিল বাংলাদেশে।

অথচ, এই দুটি চ্যানেলের বাংলা সিরিয়ালগুলির জনপ্রিয়তা বাংলাদেশে প্রবল। বিশেষ করে মিঠাই ও অপরাজিতা অপু সিরিয়াল দুটি তো জনপ্রিয়তায় শীর্ষে।

দফায় দফায় আলোচনার পর স্টার জলসা এবং জি বাংলা বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড দিতে সম্মত হয়েছে। ফলে, দুটি চ্যানেলের সম্প্রচার শুরু হয়ে গেছে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কড়া নজর রাখছে কোনও ভাবেই যাতে দেশের তথ্য সম্প্রচার আইন ভাঙা না হয়। দুই চ্যানেল কর্তৃপক্ষই জানিয়েছেন, বাংলাদেশে সিরিয়ালগুলির বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে তারা চ্যানেল চালু করেছেন ক্লিন ফিড দিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rukon ১৯ অক্টোবর, ২০২১, ১:৫৩ পিএম says : 0
Bravo, Go ahead Mr. Minister.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন