শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংক ও সিএনএস-এর মধ্যে চুক্তি

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সপ্রতি মার্কেন্টাইল ব্যাংক ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মনীন্দ্র কুমার নাথ-এর সভাপতিত্বে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং সিএনএস লিমিটেড-এর পক্ষে এর পরিচালক মোঃ ইকরাম ইকবাল চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মার্কেন্টাইল ব্যাংক-এর সকল শাখায় মোটরযান মালিকগণ তাদের যাবতীয় ফি (মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, ডিজিটাল নম্বর প্লেট, ড্রাইভিং লাইসেন্স ফি, রুট পারমিট) এবং ট্যাক্স (মোটরযান ট্যাক্স, অগ্রিম আয়কর, ভ্যাট ইত্যাদি) পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ মাসুম, মতিউল হাসান, মোহাম্মদ ইসমাইল ও জিডবিøউএম মোর্তজা (ব্যবস্থাপক, প্রধান শাখা) এবং সিএনএস লিমিটেড-এর হেড অব অপারেশন্স গোলাম মোহাম্মদ মহিউদ্দিন এবং হেড অব সফটওয়্যার মিস জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন