বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এ যেন খুদে বক্সারদের মিলনমেলা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৮:৩১ পিএম

কেউ এসেছে কুষ্টিয়া থেকে, কেউ বা রাজশাহী। আবার কেউ এসেছে নরসিংদী থেকে। পরিবারের কোন সদস্যই সঙ্গে আসেননি। স্থানীয় ক্লাব কর্মকর্তাদের সঙ্গেই ঢাকায় এসেছে খুদে এই বক্সাররা। মঙ্গলবার পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দেশের বিভিন্ন জেলার ১২০ জন খুদে বক্সাররা লড়েছে রিংয়ে। শেখ রাসেল ক্লাব কাপ জুনিয়র বক্সিং টুর্নামেন্টের খেলার আগে খুদে বক্সারদের নিয়ে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্য কর্মকর্তারা। কাল প্রথম দিনে ছয়টি ইভেন্টে ১০৫টি বাউটের খেলা অনুষ্ঠিত হয়।

বালকদের চারটি ২৭-২৯, ২৯-৩২, ৩২-৩৫, ৩৫-৩৮ এবং বালিকাদের দুটি ৪০-৪২ ও ৪২-৪৫ ওজন শ্রেণীতে খেলাগুলো অনুষ্ঠিত হয়। আজ পদকের জন্য লড়বে খুদে বক্সাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন