বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদরাসা শিক্ষক আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৩ এএম

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় ইসমাইল হোসেন নামের এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে শিক্ষককে আটক করে পুলিশ। আটক শিক্ষককে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। সে লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদরাসার শিক্ষক।
কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুক পেজে পোস্ট দেয় ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামক এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরা বাদী কচুয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইসমাইল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন