শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পেটের ভেতর ৬ মাস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:১২ এএম

তীব্র পেটব্যথা নিয়ে মিসরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। তার অবস্থা ক্রমেই আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছিল। চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা করেন। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের সময় চোখ কপালে ওঠে চিকিৎসকদের! রোগীর পেটে আস্ত মুঠোফোন! এক-দুই দিন নয়, পুরো ছয় মাস পেটে আস্ত একটি মুঠোফোন নিয়ে বসবাস করছিলেন ওই রোগী!
বিচিত্র এই ঘটনা ঘটেছে মিসরের আসওয়ান ইউনিভার্সিটি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে গত রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনেন স্বজনেরা। চিকিৎসকেরা শুরুতে বুঝতে পারেননি ওই রোগীর পেটব্যথার উৎস। এক্স-রে ও সিটি স্ক্যান করানো হয়। এসব পরীক্ষায় তার পেটে ‘অদ্ভূত এক বস্তুর’ উপস্থিতি শনাক্ত হয়। আর এই কারণে প্রচণ্ড পেটব্যথায় ভুগছিলেন ওই রোগী। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ওই রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দ্রুত তাকে অস্ত্রোপচারকক্ষে নেয়া হয়। টানা দুই ঘণ্টা চলে অস্ত্রোপচার। রোগীর পেট থেকে আস্ত একটি মুঠোফোন বের করে আনেন চিকিৎসকেরা।
এ ঘটনায় অবাক আসওয়ান ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের ডিন মোহাম্মদ আল দাশৌরি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে এর আগে এমন কোনো রোগী আসেননি। ঘটনাটি আসলেই বিচিত্র। তবে ওই রোগী কীভাবে আস্ত একটি মুঠোফোন গিলে ফেলেছেন, সে বিষয়ে কিছু বলেননি।’ মুঠোফোন গিলে ফেলা ওই রোগীর নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমের পক্ষ থেকেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাই কখন ও কীভাবে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সূত্র : গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন