শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেনবাগ বিএনপির কমিটি বাতিল দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:১১ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিল ও ওই কমিটির মাধ্যমে গঠিত ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তারা স্মারকলিপি প্রদান করেন। এরপর তারা জাতীয় প্রেসক্লাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতেও স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, মমিন উল্লাহ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, আবদুল্লাহ আল মামুন, মিয়া মোহাম্মদ ইলিয়াসসহ আরো অনেক উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এরআগে, গত শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সেনবাগের ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলায় একই বিষয়ে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি সংবাদ সম্মেলনে ৫ দফা আল্টিমেটাম দেন। এর মধ্যে ছিল- আগামী ১৪ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা এবং ঘোষিত ইউনিয়ন কমিটি বাতিল, নতুন আহবায়ক কমিটি গঠন, যোগ্য, সাংগঠনিক এবং আন্দোলনমুখী এবং হামলা-মামলার শিকার নেতাকর্মীদের হাতে নেতৃত্ব প্রদান, সমন্বয়ের নামে যোগ্য-ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভাগাভাগির কমিটি না দেয়া এবং ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে সকল স্তরের গণতান্ত্রিক পর্যায়ে স্বচ্ছভাবে সরাসরি তৃণমূল নেতাদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি করার দাবি জানানো হয়।

আমিন উল্লাহ বিএসসি জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীমের নির্দেশে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ৬ মাস পর উপজেলা বিএনপির সম্মেলন করার জন্য ওবায়দুল হককে আহবায়কএবং মোক্তার হোসেন ইকবালকে সদস্য সচিব করে উপজেলা এবং আবদুল হান্নান লিটনকে আহবায়ক ও বাবুলকে যুগ্ম আহবায়ক করে পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার ১৯ মাস গত হলেও ওই কমিটিগুলো নিজেদের পরিচিতি সভাও করতে পারেনি। তিনি জানান, ৩ মাস মেয়াদের আহবায়ক কমিটি ১৯ মাস পর কোন মিটিং ছাড়াই গত ২৮ আগস্ট ফেসবুকের মাধ্যমে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে গায়েবি কমিটির ঘোষণা করে, যা ঘোষিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব সহ ১১ জনের কেউ অবগত নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন