বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে কারাগারে থেকেও পুজামন্ডপে ভাঙচুর মামলার আসামি ৩ বিএনপি নেতা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ২:১৪ পিএম

পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দী তিন বিএনপি নেতাকে পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় মামলায় আসামি করা হয়েছে। হেফাজতে ইসলামের সহিংসতার মামলায় ছয় মাস ধরে ওই তিনজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী। গত সপ্তাহে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায় একটি পূজামণ্ডপের তোরণ ভাঙচুরের মামলায়ও পুলিশ তাদের আসামি করেছে। তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন ওরফে পাভেল ও বিএনপির কর্মী জোনায়েদ মেহেদী। তিনজনেরই বাড়ি হাটহাজারীতে।কারাগারে থাকা বন্দীদের ভাঙচুরের মামলায় আসামি করা পুলিশের খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। তবে পুলিশের দাবি কারাগারে থেকে ভাঙচুরের নির্দেশ দিতে পারেন। যদিও কারা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এমন সুযোগ নেই, কারণ বন্দিদের সাথে এখন স্বজনদের সাক্ষাৎ বন্ধ ।

জানা গেছে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে ১৩ অক্টোবর হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারসংলগ্ন সোমপাড়া পূজামণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা ও মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৬১ আসামির মধ্যে ১৫ নম্বরে রয়েছে জোনায়েদ মেহেদীর নাম। ৫৩ নম্বরে সৈয়দ ইকবাল ও ৫৫ নম্বরে আকরাম উদ্দিন। কারা সূত্র জানায়, এ বছরের ১৬ এপ্রিল হেফাজতের বিক্ষোভ চলাকালে ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলায় কারাগারে পাঠানো হয় সৈয়দ ইকবালকে। এরপর জোনায়েদ মেহেদীকে ২০ এপ্রিল ও আকরাম উদ্দিনকে ১০ মে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী থাকা ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন তারা জেল থেকেও হুকুম দিতে পারে।বিএনপির নেতারা বলছেন, সরকারি দলের মদতেই পূজায় হামলা হয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
জয়নাল বিন হাসান ২০ অক্টোবর, ২০২১, ৬:১২ পিএম says : 0
এ-র দ্বারা বুঝা যায় সরকার বিএনপি সামনের আন্দোলনের ভয়ে পরিকল্পিত ভাবে এজেন্সির মাধ্যমে হামলার ঘটনা ঘটিয়ে আগাম গায়েবি মামলা দেওয়ার পরিকল্পনা
Total Reply(0)
Quazi Pavel ২০ অক্টোবর, ২০২১, ৬:১২ পিএম says : 0
জিয়াউর রহমান কে আসামী করে নাই এটাই ভাগ্য।
Total Reply(0)
Nur Alom ২০ অক্টোবর, ২০২১, ৬:১৩ পিএম says : 0
এই সবি প্রমাণ করে এসব কারা করেছে কেনো করেছে। উট পাখির মতো ভাবনা বাদ দেন, জনগণ কিছু বলেনা মানে কিছু বুঝেনা এমন ভাবনা নিছক পাগলামি ছাড়া কিছু না
Total Reply(0)
Sharif Ar Rahman ২০ অক্টোবর, ২০২১, ৬:১৪ পিএম says : 0
আওয়ামী প্রশাসন কতটা উদাসীন হলে কারাভোগকারীরা জেল থেকে বের হতে পারে। আমি কেবল সরকারের ব্যর্থতাই দেখছি। চট্টগ্রাম কারাগার তত্ত্বাবধানকারী সবগুলারে বহিষ্কার করা হোক।
Total Reply(0)
Kabir Ahmed Mazumder ২০ অক্টোবর, ২০২১, ৬:১৪ পিএম says : 0
মৃত ব্যাক্তি যদি ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, ফলে কারাগার থেকে জিন্দা মানুষ পুঁজা মন্ডপে এসে ভাংচুর করতে পারবেনা কেন?
Total Reply(0)
Shariful Islam Shorif ২০ অক্টোবর, ২০২১, ৬:১৪ পিএম says : 0
ওরা এটাই চেয়েছিলো। নিজেরা অপরাধ করবে, বলির পাঠা বানাবে হিন্দু সমাজকে। শায়েস্তা করবে বিএনপি জামায়াত কে।
Total Reply(0)
Md. Shehab Uddin Howladar ২০ অক্টোবর, ২০২১, ৬:১৪ পিএম says : 0
বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেয়ার জন্যই সরকার এই ঘটনা ঘটিয়েছে এটা এখন স্পষ্ট।
Total Reply(0)
Lipon Goila Barishal ২০ অক্টোবর, ২০২১, ৬:১৫ পিএম says : 0
এর নাম বাংলাদেশ যেখানে অসম্ভব বলতে কোন শব্দ নাই তাই অবাক হওয়ার কিছু নাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন