মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলে বিদ্রোহের আগুন !

৮ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যেসব কারণে....

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ৫:৪০ পিএম

বগুড়া জেলা সভাপতি সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের বিরুদ্ধে সম্মেলন ও নির্বাচনের নামে কমিটি বাণিজ্যের অভিযোগে রীতিমতো বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে শহীদ জিয়ার জন্মভূমি গাবতলীতেই।

সেখানে বিদ্রোহী একদল নেতা কর্মি সপ্তাহ জুড়ে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, ইউনিয়ন পর্যায়ে মিছিল ও সমাবেশ করে ছাত্রদলের জেলা সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের বিরুদ্ধে কমিটি বানিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ অব্যাহত রাখে।
বুধবার সকালে তারা গাবতলী উপজেলায় অভিযুক্ত ২ নেতার কুশ পুত্তলীকায় আগুন দেয়। এরপর বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বিদ্রোহী ছাত্রদল নেতারা বলেন, ২১ অক্টোবর গাবতলী উপজেলায় ছাত্রদলের যে সম্মেলন ও নির্বাচন হতে যাচ্ছে সেটা রীতিমতো প্রহসন। ভোটার
তালিকায় রদবদল ও কাটাকাটির পর যে তালিকায় ভোট করা হবে সেখানে ভোটে অংশগ্রহণ করা অর্থহীন।
তাই তারা ওই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।

সম্মেলনে যে ৪ জন সভাপতি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন তারা হলেন যথাক্রমে মোহতাছিম বিল্লহ মুন,সাখাওয়াত হোসেন, বিপ্লব হাসান ও আল আমিন।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন যথাক্রমে মাহমুদুল হাসান মোহন,বিপ্লব মিয়া,শামীমুর রহমান ও জাহিদ হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন