শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনা রোগী শূণ্য হয়ে পড়ছে হাসপাতাল, মৃত্যু নেই, শনাক্ত মাত্র ৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১:১৬ পিএম

সিলেটের হাসপাতালগুলোতেও এখন করোনা রোগীদের চাপ নেই। কমেছে মৃত্যু, কমেছে সংক্রমণ। সেকারনে শূন্য হয়ে পড়ছে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালের বিছানাগুলো। আজ বৃহস্পতিবার সকাল অবধি সিলেটের চার জেলা মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ১০ জন রোগী। এছাড়া করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় কারোরই মৃত্যু হয়নি সিলেটে। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা মাত্র ৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭৪৪ জন। সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে ১০ জন করোনা রোগী বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭২ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট মৃতের সংখ্যা ৯৭৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জের। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে ২ জন সিলেট , ১জন মৌলভীবাজারের। বিভাগের বাকি দুই জেলা সুনামগঞ্জ ্ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ১ দশমকি ১৬ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৯১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪০ জনসহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭৫৩ জন, সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৪৭ জন ও ৬৬৪৮ জন রয়েছেন হবিগঞ্জে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন