বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৪:০২ পিএম | আপডেট : ৪:০৬ পিএম, ২১ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারে বিবর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশের সুপার টুয়েলভের স্বপ্ন। ওমানকে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সুপার টুয়েলভ নিশ্চিত করতে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অন্তত ৩ রানে জিতলেই মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

'ডু অর ডাই' ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া পাপুয়া নিউগিনিও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ

লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চ্যাড সোপার, ড্যামিয়েন রাভু ও কবুয়া মোরিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন