বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে ১৬ দেশের সামরিক মহড়ার প্রস্তুতি

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোরে ১৬টি দেশের অংশগ্রহণে সামরিক মহড়ার প্রস্তুতি শুরু হয়েছে। শারীরিক ক্ষিপ্রতা ও যুদ্ধ কৌশল পদ্ধতি নামের এ মহড়া শুরু হবে আগামী ১৮ অক্টোবর। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশগুলো ছয়দিনের অনুশীলনে অংশ নেবে। সেনা সদস্যদের শারীরিক ও সামরিক সক্ষমতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য। শ্রীলঙ্কার ২৫ সদস্যের একটি দল এরই মধ্যে লাহোরে পৌঁছেছে। এর আগে গত ২৭ অক্টোবর প্রথমবারের মতো পাকিস্তান ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হয়, যা শেষ হয় ১০ অক্টোবর। চির বৈরী দেশ পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর ব্যাপারে রাশিয়ার প্রতি ভারত অসন্তোষ প্রকাশ করলেও রুশ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। তারা যথারীতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া শেষ করেছে। ডেইলি পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন