বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ছক্কার পরের বলেই ক্যাচ আউট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৫:২৫ পিএম | আপডেট : ৫:২৫ পিএম, ২১ অক্টোবর, ২০২১

আগের বলেই ভালাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে এক হাতে ছয় হাঁকালেন সাকিব। পরের বলটা ভালা দিয়েছেন স্টাম্পের সামান্য বাইরে। এবারও টেনে মারতে গেলেন। তবে ব্যাটে বলে ভালো সংযোগ হলো না।লং অনে ধরা পড়লেন চার্লস আমিনির হাতে। ৩৭ বলে ৪৬ রান করা সাকিব রান তোলার গতি বাড়াতে গিয়েই ক্যাচ দিয়ে ফিরলেন। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের রান ১০৩।

আবারও ব্যর্থ মুশফিক

ব্যাটিং অর্ডারে আজ চারে নেমেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন মুশফিক। সাইমন আতাইয়ের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন ৮ বলে ৫ রান করে।আতাইয়ের এই ওভার থেকে এসেছে ৬ রান। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৭ রান।

স্লগ সুইপের চেষ্টায় লিটনের বিদায়

ভালার স্ট্যাম্পের অনেক বাইরের বল টেনে এনে স্লগ সুইপ করতে গিয়ে লিটন যে উইকেট উপহার দিয়ে আসলেন। ডি মিড উইকেটে কোনো ভুল করলেন না বাউ। দক্ষতার সঙ্গে বল তালুদন্দী করলেন। লিটন ফিরে গেলেন ২৩ বলে ২৯ করে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪। ওমানের বিপক্ষে ৮ নম্বরে নামা মুশফিক আজ উইকেটে আসলেন ৪ নম্বরে।

পাওয়ার প্লে শেষে ৪৫/১

রিভিউ নষ্ট করল পাপুয়া নিউগিনি। বাউয়ের বল লিটন সুইপ করতে গিয়ে মিস করলে প্যাডে আঘাত করে। আবেদন করলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। তবে বল বাইরে পিচ করায় রিভিউ নিয়েও লাভ হলো না পাপুয়া নিউগিনির।পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৫।বিশ্বকাপের আগের দুই ম্যাচের চেয়ে এই ম্যাচে পাওয়ার প্লেতে ভালো করেছে মাহমুদউল্লাহর দল।

ইনিংসের দ্বিতীয় বলে ফিরলেন নাঈম

কাবুয়া মোরেয়ার ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফিরলেন নাঈম। লেগ স্টাম্পে মোরেয়ার হাফ ভলি ফ্লিক করেছিলেন নাঈম। তবে শটে খুব বেশি পাওয়ার না থাকায় ডিপ স্কয়ার লেগে সেসে বাউয়ের হাতে ধরা পড়লেন। প্রথম ওভারে বাংলাদেশের রান ১ উইকেট হারিয়ে ৩ রান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারে বিবর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশের সুপার টুয়েলভের স্বপ্ন। ওমানকে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সুপার টুয়েলভ নিশ্চিত করতে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অন্তত ৩ রানে জিতলেই মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

'ডু অর ডাই' ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া পাপুয়া নিউগিনিও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ

লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চ্যাড সোপার, ড্যামিয়েন রাভু ও কবুয়া মোরিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন