ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোকতায় বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ থেকে। প্রতিযোগিতায় ৬৫ দলের প্রায় চারশ’জন সাঁতারু ৪২টি ইভেন্টে খেলবেন। মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী প্রতিযোগিতা ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী দু’বিভাগেই ১৯টি করে ইভেন্ট রয়েছে। এছাড়াও পুরুষ বিভাগে ৩টি ডাইভিং ও একটি ওয়াটারপোলো ইভেন্ট থাকছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। সেরা পুরুষ ও নারী সাঁতারুরা পাবেন ক্রেস্ট ও অর্থ পুরস্কার। নতুন রেকর্ডধারীদের জন্যও থাকছে অর্থ পুরস্কার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন