শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তিন ছাত্রলীগ নেতা ইকবালকে ধরিয়ে দেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:০৬ পিএম

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ কাজে পুলিশকে সহযোগিতা করেন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, তার বন্ধু তারেক রায়হান ও সাজ্জাদুর রহমান অনিক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। মূলত এ তিন বন্ধু সমুদ্র সৈকতে কৌশলে ইকবালের পরিচয় নিশ্চিত হন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযুক্ত ইকবালকে অনুসরণ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের সহযোগিতা নেন।

মোবাইল ফোনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু জানান, তিন বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। কিন্তু সুগন্ধায় পরিচয় হয় ইকবাল নামে ছেলেটির সঙ্গে। সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা গল্প করেই তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করি। পরে তার কথায় সন্দেহ হলে মূল ঘটনা জিজ্ঞেস করি। এরপর সে পুরো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে। তারপর থেকে কীভাবে তাকে পুলিশে দেওয়া যায় সেই চিন্তা করতে থাকি।

মিশু আরও জানান, রাত ৮টার দিকে আমরা নিশ্চিত হই ইকবালই কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত। তারপর পুলিশকে বিষয়টি জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
jahir ২২ অক্টোবর, ২০২১, ১২:৪২ পিএম says : 1
r koto tamasa dakhba??????
Total Reply(0)
Tareq Sabur ২২ অক্টোবর, ২০২১, ১২:৪৬ পিএম says : 0
বাহ্ ছাত্রলীগও ওখানেই উপস্থিত!
Total Reply(0)
Md. Faruk ২২ অক্টোবর, ২০২১, ২:১৭ পিএম says : 0
নতুন নাটক শুরু
Total Reply(0)
Md. Faruk ২২ অক্টোবর, ২০২১, ২:১৮ পিএম says : 0
নতুন নাটক শুরু সময় মত ছাত্রলীগও উপস্থিত
Total Reply(0)
Kabir ২২ অক্টোবর, ২০২১, ২:৫৫ পিএম says : 0
সোনার ছেলেরা জনগণকে বোকা ভাবে ।সাধারণ জনগণ ওদের ভয়ে নিশ্চুপ।সময় হলে থলের বিড়াল বেরিয়ে আসবে ।
Total Reply(0)
মোহাম্মদ দলিলুর রহমান ২২ অক্টোবর, ২০২১, ৪:১৬ পিএম says : 0
কোথায় নোয়াখালীর লোক আর কুমিল্লার লোক ,কি ভাবে পরিচয় হয়ে গেলেন,মনে হয় এরা ইকবালের আত্মীয় হবে,নয়তো ইকবালের সাথে গাজা খায়,এবং ইয়াবার বেবসা বানিজ্য করেন,আগেই চিনতেন,অন্যথায় কি করে কুমিল্লার লোক চিনবেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন