মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইরিশ স্বপ্ন ভেঙে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৭:২৬ পিএম | আপডেট : ৭:২৬ পিএম, ২২ অক্টোবর, ২০২১

আবুধাবিতে রেকর্ড রান তাড়া করে নেদারল্যান্ডস বধ করেছিল নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দলটির কাছে এবার হেরে গেল পরাক্রমশালী আয়ারল্যান্ড। প্রথম আসরেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে ইতিহাস গড়ল নামিবিয়া।

জ্যান ফ্রাইলিঙ্ক ও ডেভিড উইজ দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১২৫ রানে থামায় আয়ারল্যান্ডকে। অথচ তাদের উদ্বোধনী জুটি ছিল ৬২ রানের। শেষ ৪ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২৪ রান করে আইরিশরা।

ছোট লক্ষ্যে নেমে তাড়াহুড়ো করেনি নামিবিয়া। অধিনায়ক জেরহার্ড এরাসমুস হাল ধরেন। হাফ সেঞ্চুরিও করেন তিনি। দুই বছর আগে আইরিশদের বিপক্ষে কোয়ালিফায়ারে ফিফটি করেছিলেন, কিন্তু হেরে গিয়েছিল দল। এবার তার ফিফটিতে বিখ্যাত জয় পেল নামিবিয়া। টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে উঠল সুপার টুয়েলভে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন