বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টানা চারদিন পর করোনায় মৃত্যু ঘটলো সিলেটে একজনের, শনাক্ত ৭

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ২:০১ পিএম

মহামারি করোনাভাইরাসে টানা চারদিন পর আরেক জনের মৃত্যু হয়েছে সিলেটে । সর্বশেষ গত ২৪ ঘন্টায় মারা গেছেন তিনি। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা মাত্র ৭ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত হয়ে একজন মারা গেছেন সিলেট। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭৩ জন। এর মধ্যে ওসমানীতে ১১৮ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৮০ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জে। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। সকলেই সিলেটের বাসিন্দা। বাকি তিন জেলায় শনাক্ত হননি কোনো রোগী। ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের। শনাক্তের হার ০ দশমিক ৯২। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮০৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪০ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭৬৪ জন, সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৫১ জন ও ৬৬৪৮ জন রয়েছেন হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৬ জন, সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭৯৯ জন। সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে ১৭ জন করোনা রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন