মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে মামা ভাগ্নের মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ২:৩৪ পিএম

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে দুই নির্মান শ্রমিক মাম ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। উভয়ে সম্পর্কে মামা ভাগ্নে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিার মো. ইদ্রিস জানানা, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মানাধিন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে ওই দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। আজ সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।

পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, নির্মানাধিন ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্যাঙ্কি থেকে ফ্যায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়েছ। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন