শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী মিজানুর রহমান (২২) গ্রেফতার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৫:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জেলার নাচোর থানাধীন খোরশেদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় হত্যা মামলার পলাতক আসামী মিজানুর রহমান (২২) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোর থানাধীন কাতলা কান্দর গ্রামের আব্দুল লতিফের ছেলে মিজানুর রহমান নাচোল থানার গত ০১/০২/২০১৮ ইং তারিখের মামলা নং ০২ এর ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দহভাজন আসামী পলাতক ছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নাচোল উপজেলার খোরশেদপুর থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন খেসবা এলাকায় গত ১/০২/২০১৮ইং তারিখ রাত আনুমানিক ২ ঘটিকার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম এনামুল হককে ধৃত আসামীস অজ্ঞাতনামা আসামীগণ হাত পাঁ বেঁধে নির্মমভাবে হত্যা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন