বিনোদন ডেস্ক : মেধাবী শিক্ষার্থী ও ইয়ং প্রফেশনালদের সোনালী ভবিষ্যৎ তৈরিতে শুরু হচ্ছে চ্যানেল আই-এর ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’। গত ৩ বছরে চ্যানেল আই ৩০টি আন্তর্জাতিক স্কলারশীপ দেবার পর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ইয়ং প্রফেশনালদের নিয়ে শুরু করতে যাচ্ছে আরো এক মহা আয়োজন। কেউ যদি হতে চান ইয়ং লিডার, গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করবেন ইন্টারন্যাশনাল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও মালয়েশিয়াতেÑ তাদের জন্য চ্যানেল আই-এর নতুন অনুষ্ঠান ইয়ং লিডার্স প্রোগ্রাম। অংশগ্রহণেচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে ২৫ অক্টোবর এর মধ্যে ভিজিট করতে হবে িি.িুষঢ়পযর.পড়স – এ। এই মহা আয়োজনের পর্দা উঠছে ১৫ অক্টোবর খড়মড় উন্মোচনের মধ্যদিয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন