শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাবুলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৭:৪২ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর কারণে পুরো কাবুলসহ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে অন্ধকারে ডুবে আছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কাবুলের ওই বিদ্যুৎ সঞ্চালনে বিস্ফোরণ ঘটায় আইএস। এ নিয়ে গতকাল শুক্রবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ক একটি বিবৃতি দিয়েছে আইএস খোরাসান। সেখানে বলা হয়েছে, খেলাফতের সেনারা কাবুলের কয়েকটি বিদ্যুতের খুঁটিতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর থেকেই একের পর এক হামলা চালাচ্ছে ইসলামিক স্টেট। গত ১৫ নভেম্বর দেশটির কান্দাহার শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করে আইএস। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৩ অক্টোবর, ২০২১, ৯:০০ পিএম says : 0
May Allah wipe out IS from Afghanistan, why not they attack Indian Army in Kashmir????
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন