বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন আইন পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

চীনের নতুন শিক্ষা আইনে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সদ্য পাসকৃত আইনে শিক্ষার্থীদের বাড়ির কাজের যে দ্বিগুণ চাপ, তা কমানোর কথা বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তরুণ সমাজকে অনলাইন গেম আসক্তি এবং ইন্টারনেট ভিত্তিক সেলেব্রিটিদের প্রতি অন্ধভক্তি কমাতে এ বছর চীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। শিশুরা ‘খুব বাজে আচরণ’ করলে কিংবা অপরাধে জড়ালে অভিভাবকদের শাস্তির বিধান রেখে আইন করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে গত সোমবার জানিয়েছে চীনের পার্লামেন্ট। নতুন শিক্ষা আইনে, স্থানীয় সরকার কর্তৃপক্ষকে শিশুদের পড়াশোনার চাপ কমিয়ে পর্যাপ্ত শরীরচর্চা ও অবসরের ব্যবস্থা করার বিষয়টি দেখভাল করতে বলা হয়েছে। একই সাথে ইন্টারনেট আসক্তি কমানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তবে, নতুন আইনের পুরো কপি এখনও প্রকাশ করা হয়নি। সম্প্রতি শিশুদের অনলাইন গেম খেলার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন