শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যাটো বানানো হয়নি : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে একথা প্রমাণ হয় যে, ন্যাটো জোটের সাথে সম্পর্ক ছেদ করার বিষয়ে রাশিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। শুক্রবার রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে পেসকভ এসব কথা বলেন। তিনি বলেন, ন্যাটো জোটের ব্যাপারে রাশিয়ার কখনো বিশেষ কোনো মোহ ছিল না। আমরা এই জোটের ধরন সম্পর্কে জানি। ন্যাটো জোট কখনো শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়নি। এই জোট তৈরি করা হয়েছে শুধুমাত্র যুদ্ধবিগ্রহের জন্য। চলতি সপ্তাহে ন্যাটো জোট নতুন কৌশল ঠিক করেছে যে, তারা রাশিয়ার হামলার বিরুদ্ধে বহুমুখী ফন্টে লড়াই করবে। এরপর দিমিত্রি পেসকভ এইসব কথা বললেন। গত সপ্তাহে রাশিয়ায় অবস্থিত ন্যাটো জোটের কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে মস্কো। এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে রাশিয়া। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন