বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাম্প্রদায়িক উস্কানি চট্টগ্রামে র‌্যাবের হাতে ধরা রিমন শীল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৫:১৬ পিএম

রাজধানী ঢাকার পল্লবীতে ‘সাহিনুদ্দীন’ হত্যাকান্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকা- বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতার রিমন শীল (২০) নগরীর ফিরিঙ্গিবাজার ইয়াকুবনগর এলাকার বিজয় শীলের পুত্র। শনিবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল নগরীর কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রিমন শীলের গ্রামের বাড়ি কর্ণফুলী থানার ফকিন্নিরহাট শাহ মিরপুরে। এ বছর বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট শেয়ার করার কথা স্বীকার করে। পল্লবীর হত্যাকা-ের পুরনো ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকা- বলে প্রচারের জন্য সর্বপ্রথম ফেইসবুকে আপলোড করে সে।
এরপর ‘বাংলাদেশী হিন্দু’ নামে তার একটি ফেইসবুক পেজে তা ছড়িয়ে দেয়। তার ওই পেজে দুই লাখের মত ফলোয়ার রয়েছে। ফলে মুহূর্তে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে র‌্যাব কর্মকর্তারা নিশ্চিত হন।
বেশ কয়েকদিন গোয়েন্দা নজরদারির পর তাকে পাকড়াও করে র‌্যাব। তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ওসি নেজাম উদ্দিন জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mohammad sifat ullah ২৪ অক্টোবর, ২০২১, ৬:১২ পিএম says : 0
র‍্যাবকে ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন