বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নাঈমের পঞ্চাশ, ১৫ ওভারে ১১৮/২

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৫:২১ পিএম | আপডেট : ৫:২১ পিএম, ২৪ অক্টোবর, ২০২১

নিজের মতো খেলে, নিজের গতিতে নাঈম পা রাখলেন আরেকটি ফিফটিতে। কুমারাকে মাথার ওপর দিয়ে চার মেরে ফিফটি পূর্ণ করেন ৪৪ বলে, চারটি চারে। টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে তার চতুর্থ ফিফটি এটি, চলতি বিশ্বকাপে তিন ম্যাচে দ্বিতীয়। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করলেন নিজের প্রথম ম্যাচেই। ৪৬ রানে অবশ্য তিনি আউট হতে পারতেন। তবে সরাসরি থ্রোয়ে বণ স্টাম্পে লাগাতে পারেননি আভিশকা ফার্নান্দো। সময় মতো জ্বলে উঠেছে মুশফিক। দেড়শর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন মুশি। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৮।

জমে উঠেছে মুশফিক-নাঈম জুটি

চতুর্থ উইকেটে জমে উঠেছে মুশফিক-নাঈমের জুটি।দুজনই উইকেটে থিতু হয়েছেন। ৪২ বলে ৪৬ রানে নাঈম আর মুশফিকের রান ১৫ বলে ২২। ৩২ বলে এই দুজন মিলে তুলেছেন ৪০ রান। ১৩ ওভার শেষে বাংলাদশের রান ২ উইকেটে ৯৬।

লিটনের পর ফিরলেন সাকিবও

চামিকা করুণারত্নের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে গেলেন সাকিব। স্টাম্পের লাইনের বলটা ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। উইকেটে এসে শুরুতে বেশ চনমনে দেখাচ্ছিল সাকিবকে। দ্বিতীয় বলে চার মেরে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। ফিরলেন ৭ বলে ১০ করে।

পাওয়ার প্লেতে লিটনকে হারাল বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে তিন ম্যাচে ওপেনিং জুটি যেখানে ১১ রানের বেশি তুলতে পারেনি, আজ সেখানে প্রথম ৫ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ৩৮ রান। পাওয়ার শেষ ওভারে এসেছেন আগের ওভারে ৮ রান দেওয়া লাহিরু কুমারা। ওভার প্রতি ৯ রান করে নিতে পারলে সম্ভাব্য স্কোর হবে ১৭১। ৪০ রানে ভাঙল উদ্বোধনী জুটি। লাহিরুর বলে মিড অফে সাসুন শানাকার হাতে ধরা পড়ল লিটন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন